Skip to content
Home » কীভাবে মোবাইল ফ্লাশ দিতে হয়?

কীভাবে মোবাইল ফ্লাশ দিতে হয়?

কীভাবে মোবাইল ফ্লাশ দিতে হয়?

কীভাবে মোবাইলে ফ্লাশ দিতে হয় সেটি জানা আমাদের সবার জন্য খুবই দরকার। মোবাইল ফ্লাশ দিলে কী হয় সেটিও আজকে আপনি জানতে পারবেন। ফ্লাশ দিতে না জানলে আবার অনেক সমস্যা হতে পারে মোবাইলের। ধরুন আপনি মোবাইলে কথা বলছেন বা কোনো কাজ করছেন। হঠাৎ করে আপনার ফোন স্লো হয়ে গেল বা বন্ধ হয়ে গেল। মোবাইল ফ্লাশ দিলে সমস্যা গুলো থাকে না। আসুন তাহলে জানি, কীভাবে ফ্লাশ দেবেন মোবাইলে? মোবাইলে ফ্লাশ দেবার এ টু জেড সকল প্রসেস ডিটেইলসে জানতে চাইলে, আজকের আর্টিকেলটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়ুন।  

কীভাবে মোবাইল ফ্লাশ দিতে হয়?

মোবাইল ফ্লাশ দিলে কী কী সুবিধা পাওয়া যায়?

  • মোবাইল ফ্লাশ দিলে এটির সব ধরনের সফটওয়্যার জনিত সমস্যা চলে যায়।
  • সব ধরনের বাগ বা ত্রুটি চলে যায়।
  • মোবাইল ফ্লাশ দিলে Custom Rom install করতে সুবিধা হয়। 
  • মোবাইল হয় সুপার ফাস্ট।
  • মোবাইলের সিকিউরিটি থাকে সুরক্ষিত। 
  • মোবাইল ফ্লাশ দেওয়ার মাধ্যমে সবধরনের Mobile Malware ধ্বংস হয়।

আরও পড়ুন: ফোন ভালো রাখার উপায়!

তাই আসুন আজকে আমরা জানি কীভাবে মোবাইল ফ্লাশ দিতে হয়।

যেভাবে ফ্লাশ দিতে হয়

  • মোবাইলে ফ্লাশ দেওয়ার আগে আগে ফোন সুইচড অফ করুন এবং ফোনে থাকা সিম ও মেমোরি কার্ড খুলে ফেলুন।
  • সিম এবং মেমোরি কার্ড তো খুলেছেন। এখন খেয়াল রাখুন যেন চাপ লেগে আপনার ফোন অন না হয়ে যায়।
  • এরপরের কাজটি একেবারে সহজ। আপনার ফোনের ভলিউম আপ বাটন+হোম কি +পাওয়ার বাটন একসাথে চেপে ধরুন।
  • হোম কি না থাকলে volume up button + Power button চেপে রাখলেও হবে।
  • এরপর দেখবেন একটি Recovery screen এসেছে। সেখানে কিছু অপশন দেওয়া থাকে।
  • অপশন গুলোর মধ্যে “wipe data” অথবা “factory reset” অপশন দেখবেন এবং সেখানে ক্লিক করবেন।
  • কার্সর মুভ করাবেন ভলিউম বাটনের সাহায্যে। এবার ক্লিক করলেই দেখবেন yes অপশন এসেছে। এখন yes অপশনে ক্লিক করুন। 
  • একটু অপেক্ষা করুন। দেখবেন মোবাইল নিজে নিজেই কাজ শুরু করে দিয়েছে।
  • কাজ শেষ হলে আপনাকে যেতে হবে Recovery screen এ। সেখানে দেখবেন “Reboot system now” অপশনটি। এটাতে ক্লিক করুন।
  • ক্লিক করলেই দেখবেন মোবাইল রিস্টার্ট হয়েছে। আপনার কাজ প্রায় শেষের দিকে।
  • কিছুক্ষণ পর দেখবেন ফোন অন হয়েছে। 

আপনার মোবাইলে ফ্লাশ দেওয়া হয়ে গেল। কীভাবে মোবাইল ফ্লাশ দিতে হয় সেটি এখন জেনে গেলেন আপনি। ফ্লাশ দেওয়ার পরে আপনার মোবাইল হয়ে গেল একদম নতুন মোবাইলের মতো। 

ওপরের পদ্ধতিতে আপনি প্রায় সব ধরনের অ্যান্ড্রয়েড মোবাইল ফ্লাশ দিতে পারবেন।

আরও পড়ুন: অনলাইন থেকে আয় করার সেরা ৫টি উপায়!

আমাদের কথা

ওপরের আর্টিকেলটি বেশ কয়েকবার পড়ুন। মোবাইলে ফ্লাশ কীভাবে দিতে হয় এবং ফ্লাশ দিলে কী হয় সেটি আপনি আয়ত্ব করেছেন এতক্ষণে। এই ফ্লাশ দেওয়ার নিয়ম সম্পর্কে জানা সবারই দরকার। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, ফ্লাশ দিলে মোবাইলের সব ডাটা ক্লিন কিংবা ডিলেট হয়ে যায়। তাই ফ্লাশ দেবার আগে অবশ্যই অবশ্যই আপনার প্রয়োজনীয় ডাটা কিংবা ফাইল মোবাইলের ইন্টারনাল মেমরি থেকে এক্সটার্নাল মেমরি কার্ডে ট্রান্সফার করে নেবেন কিংবা গুগল ড্রাইব বা ড্রপ বক্সের মতো সার্ভিসে সেভ করে রাখতে পারেন। এতে আপনার প্রয়োজনীয় ডাটা সেইফ থাকবে। এরপরেও কোনো প্রশ্ন থাকলে বা কিছু না বুঝলে কমেন্ট করুন কিংবা আমাদের জানান। আপনার দিনটি শুভ হোক, প্রিয় পাঠক।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন: