Skip to content
Home » ব্লগ মনিটাইজ করার বিভিন্ন উপায়!

ব্লগ মনিটাইজ করার বিভিন্ন উপায়!

ব্লগ মনিটাইজ করার বিভিন্ন উপায়!

ব্লগ শব্দটি ইংরেজি Blog এর বাংলা প্রতিশব্দ। লেখালেখি করতে যাদের ভালো লাগে তাদের জন্য ব্লগ হলো একটি সহজ প্লাটফর্ম। তবে মনের খোরাক মেটাতে লেখালেখি করার পাশাপাশি, ব্লগিং করে প্রতিমাসে লক্ষাধিক টাকা ইনকাম করছে হাজারও মানুষ। তো, টেকউইকির আজকের পোস্টে আমরা জানবো, ব্লগ থেকে কীভাবে ইনকাম করা যায়, ব্লগ মনিটাইজ করার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত।

ব্লগ

যেসব ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলে প্রবেশ করে লেখালেখি করা যায় সেটাই ব্লগ। এই লেখা হতে পারে রাজনৈতিক, গঠনমূলক, সমস্যামূলক, বিজ্ঞানভিত্তিক, হাস্যরসাত্বক ইত্যাদি। আবার নিজে নিজে আস্ত একটা ওয়েবসাইট তথা ব্লগ সাইট বানিয়েও লেখালেখি করা যায়। এধরনের ব্লগকে পার্সোনাল ব্লগ বলে। মূলত পার্সোনাল ব্লগ থেকেই ব্লগাররা ইনকাম করেন। আমাদের টেকউইকিও একটি পার্সোনাল ব্লগ।

ব্লগাররা প্রতিনিয়ত তাদের ওয়েবসাইটে [ব্লগে] কনটেন্ট পোস্ট করেন আর ব্যবহারকারীরা সেখান থেকে তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন এবং তাদের মন্তব্যও প্রকাশ করতে পারেন।

ব্লগিং প্রক্রিয়াতে কোনো ব্যক্তি [ব্লগার] তার নিজস্ব ওয়েবসাইট তৈরি করে নিয়মিত নিজের ওয়েবসাইটের জন্য বিশেষ কাজগুলো করে থাকেন যেমন : কন্টেন্ট রিসার্চ, আর্টিকেল রাইটিং, কন্টেন্ট আপডেট, এসইও এবং অনলাইন মিডিয়া পাবলিশিং ইত্যাদি।

⏩ আরও পড়ুন: অনলাইনে টি-শার্ট ব্যবসা শুরু করবেন কীভাবে?

মনিটাইজেশন

প্রথম দিকে ব্লগ শখের বহিঃপ্রকাশ হলেও বর্তমানে ব্লগিং হলো অনলাইনে অর্থ উপার্জনের সেরা মাধ্যম। ব্লগ বা ওয়েবসাইটকে বিভিন্নভাবে মনিটাইজ করে অর্থ উপার্জন করা যেতে পারে। মনিটাইজেশনের অর্থ হলো আপনার সাইট থেকে টাকা উপার্জন করা। নিজের ব্লগের অনলাইন কন্টেন্ট থেকে উপার্জন করাকে মনিটাইজেশন বলা হয়।

তাই আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, কীভাবে আপনি সহজ ও সেরা পদ্ধতিগুলো অবলম্বন করে ব্লগিংয়ের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন। জানতে পারবেন ব্লগ মনিটাইজ করার বিভিন্ন উপায় সম্পর্কে। চলুন শুরু করা যাক!

ব্লগ মনিটাইজ করার বিভিন্ন উপায়

বিজ্ঞাপন

একজন ব্লগার হিসেবে আপনি আপনার ব্লগে বিজ্ঞাপন শো করার মাধ্যমে টাকা উপার্জন করতে পারবেন। বিজ্ঞাপনদাতারা আপনার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য অর্থ প্রদান করতে আগ্রহী। ব্লগ মনিটাইজ করার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো এই ডিসপ্লে অ্যাডভার্টাইজিং! আপনি আপনার ওয়েবসাইটকে গুগল অ্যাডসেন্সের অ্যাডভার্টাইজিং পলিসি মেনে মনিটাইজ করিয়ে নিতে পারবেন [উল্লেখ্য গুগল অ্যাডসেন্স হলো সবচেয়ে জনপ্রিয় অ্যাড মনিটাইজেশন নেটওয়ার্ক]। এক্ষেত্রে আপনার সাইট এবং কন্টেন্ট যত বেশি জনপ্রিয় হবে আপনি তত বেশি অর্থ উপার্জন করতে পারবেন। আপনার সাইটে বিজ্ঞাপন দেখানো হলে যখন কোনো ব্যবহারকারী আপনার সাইটে প্রবেশ করে বিজ্ঞাপন দেখেন তখন Google AdSense আপনাকে অর্থ প্রদান করবে। গুগল অ্যাডসেন্স ছাড়াও আরও অনেক অ্যাড মনিটাইজেশন সার্ভিস রয়েছে, যেগুলো আপনি আপনার ব্লগ মনিটাইজ করার জন্য ব্যবহার করতে পারেন। যেমন- ইজোয়িক, ট্যাবুলা, এমজিআইডি, ইত্যাদি। তবে নতুন ও কম ট্রাফিকের সাইটে অ্যাডসেন্স এবং ইজোয়িক ব্যবহার করা বেস্ট। আমরা আমাদের এই টেকউইকি সাইটে বর্তমানে ইজোয়িক ব্যবহার করছি।

⏩ আরও পড়ুন: ইউটিউব মনিটাইজেশন ছাড়া আয় করার কয়েকটি উপায়!

অ্যাফিলিয়েট মার্কেটিং

অ্যাফিলিয়েট মার্কেটিং হলো আপনি যখন অন্য কোম্পানি / সাইটের প্রোডাক্ট বা সার্ভিসগুলোর অ্যাফিলিয়েট লিংক আপনার কন্টেন্টে অন্তর্ভুক্ত করেন। যদি কেউ আপনার সাইটে লিঙ্কটি ক্লিক করে, অ্যাফিলিয়েট সাইটে যায় এবং আপনার রেফার করা প্রোডাক্ট / সার্ভিস ক্রয় করে তাহলে সেক্ষেত্রে সেখানকার একটা নির্দিষ্ট পরিমাণে কমিশন আপনি পাবেন।

ট্রাভেল ব্লগকেই উদাহরণ হিসেবে নেওয়া যেতে পারে। ধরুন আপনি ট্রাভেলিং নিয়ে আর্টিকেল লিখেন। আপনি কোথাও সাঁতার কাটা নিয়ে দারুণ এক জায়গা সম্পর্কে আর্টিকেল লিখেছেন। তখন আপনি আপনার সাঁতার কাটার প্রোডাক্ট সাজেস্ট করতে অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করতে পারেন– যেমন সুইমিং ড্রেস, তোয়ালে এবং চশমা যা আপনি আপনার ভ্রমণের জন্য নিয়েছেন। বলে দিতে পারেন, আপনারা কিনতে চাইলে এই চশমাটা বা প্রোডাক্টটা এখান থেকে ক্রয় করতে পারেন।

ব্লগের কোনো পাঠক আপনার সাজেস্ট করা সুইমিং ড্রেসের লিঙ্কে ক্লিক করে সেটি কিনলে, ব্লগ থেকে আপনি অর্থ উপার্জন করবেন। এভাবে আপনার সাইটে ভিজিটর যত বাড়বে আপনার উপার্জনও বাড়তে থাকবে।

আপনার ব্লগের খ্যাতি আপনার প্রচার করা প্রোডাক্টের সাথে সম্পর্কযুক্ত। সুতরাং আপনার অ্যাফিলিয়েট পার্টনার বেছে নেওয়ার সময় কোয়ালিটির বিষয়টি মনে রাখুন। অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য অনেক প্লাটফর্ম রয়েছে, যেমন –

এসব ওয়েবসাইটে অ্যাফিলিয়েট প্রোগ্রামের জন্য আবেদন করার পর যদি অ্যাপ্রুভাল পেয়ে যান তাহলে আপনি আপনার ওয়েবসাইটে তাদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আর্টিকেল লিখবেন এবং ভিজিটররা লিংকে ক্লিক করে প্রোডাক্ট ক্রয় করলে আপনি কমিশন পেয়ে যাবেন।

⏩ আরও পড়ুন: সেরা ৩টি ভিডিও ইডিটিং সফটওয়্যার!

সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রোডাক্টের অফার

বর্তমানে বেশিরভাগ ব্লগারই অনলাইনের মাধ্যমে নিজেদের প্রোডাক্ট বিক্রি করার জন্য ই-কমার্স প্লাটফর্ম তৈরি করার চেষ্টা করছেন। আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি নিজস্ব যেকোনো ধরনের পণ্য অনলাইনে বিক্রি করার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। সেক্ষেত্রে আপনি চাইলে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করতে পারবেন। এতে করে আপনি আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন, একইসাথে আপনার নিজস্ব কোম্পানির পরিচিতিও বৃদ্ধি করতে পারবেন। সরাসরি পণ্য বিক্রি করার সময় যে বিষয়গুলো মাথায় রাখতে হবে স্টক স্টোর করা, প্রোডাক্ট ডেলিভারি, ট্যাক্স ও শুল্ক ম্যানেজ করা এসব।

সাবস্ক্রিপশন

যদি আপনার ব্লগের কোনো সক্রিয় দল থাকে যারা আপনার ব্লগের সম্পর্কে জানতে এবং আপডেট পেতে আগ্রহী, সেক্ষেত্রে দীর্ঘমেয়াদি উপার্জনের জন্য সাবস্ক্রিপশন মডেল হলো আপনার কন্টেন্ট মনিটাইজ করার অন্যতম উপায়। যেমন ধরুন আমরা কিছু অনলাইন পত্রিকা পড়ি সাবস্ক্রিপশন এর মাধ্যমে প্রিমিয়াম আইডি ব্যবহারে করে। আপনি যদি আপনার সাইটে এরকম সাবস্ক্রিপশন সিস্টেম চালু করেন তাহলে আপনি ভালো অংকের টাকা আয় করতে পারবেন।

এই ধরনের মডেলে অডিয়েন্সরা নিয়মিতভাবে, মাসিক বা বার্ষিক ভিত্তিতে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা পেমেন্ট করে। এইভাবে অডিয়েন্সদের কাছ থেকে সাবস্ক্রিপশন ফি সংগ্রহ করে আপনি বার বার আয় করতে পারেন।

⏩ আরও পড়ুন: অনলাইন থেকে আয় করার সেরা ৫টি উপায়!

কোচিং

আপনারা জানেন বর্তমানে বিশ্বজুড়ে কোচিং করানোর জন্য অনলাইন প্লাটফর্মের জনপ্রিয়তা বাড়ছে। আপনি চাইলে অনলাইন ট্রেনিংয়ের মাধ্যমেও ব্লগকে মনিটাইজ করতে পারেন। আপনি ব্লগের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে অনলাইন কোর্স করিয়ে তাতে একটা দাম বসিয়ে অর্থ উপার্জন করতে পারেন।

আপনি নিজে কোনো নির্দিষ্ট বিষয়ের ওপর ভিডিয়ো তৈরি করে আপনার সাইটে দিলে তখন আপনার অডিয়েন্সদের মধ্যে কারা উক্ত টপিকে কমপ্লিট কোর্স চান, সেটা আপনি জানতে পারবেন। আগ্রহী অডিয়েন্সের সংখ্যা মোটামুটি হলে, আপনি কোর্স তৈরি করে ব্লগের মধ্যেই তাদের কাছে কোর্সটি সেল করতে পারবেন।

উপার্জন বাড়ানোর আরেকটি উপায় হলো লাইভ ভিডিয়ো কোচিং অফার করা। এই উপায়ে আপনি সময় দিয়ে পড়ানোর কারণে আপনাকে টাকা দেওয়া হবে।

*****

প্রিয় পাঠক, এই ছিল ব্লগ মনিটাইজ করার বিভিন্ন উপায় সম্পর্কে বিস্তারিত! এখানে একটা বিষয় বলে রাখা ভালো, দুনিয়ার কোনো কাজেই রাতারাতি সফলতা আসে না। ব্লগিং অনেক ধৈর্য ও পরিশ্রমের কাজ। আপনাকে ব্লগিং এ সফলতা পেতে হলে, লেগে থাকতে হবে, ধৈর্য ধরে কাজ করে যেতে হবে। এরপর একটা সময় পরে গিয়ে আপনি সফল হবেন। এছাড়া ব্লগিং এ শুরুতেই আপনার লাখ লাখ টাকা আসা শুরু হবে না। প্রথমে অল্প অল্প আসবে। সময়ের সাথে সাথে আস্তে আস্তে ইনকাম বাড়বে। ভালো পজিশনে যাওয়ার জন্য আপনাকে রেগুলার টেকনিক্যালি কাজ করে যেতে হবে।

আজকের মতো এই পর্যন্তই! আর্টিকেলটির কোনো কিছু না বুঝলে কিংবা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন! আর্টিকেলটি ভালো লাগলে, পরিচিতজনদের সাথে শেয়ার করতে পারেন! এ ধরনের আরও আর্টিকেল পেতে টেকউইকিতে চোখ রাখুন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন: