ব্লগিং করে প্রচুর টাকা আয় করছেন অনেকেই। তাদের ওয়েবসাইটে হয় প্রচুর ট্রাফিক। প্রতিদিন ২-৩ হাজার ভিজিটর আসে। মাঝেমধ্যে এর চেয়ে বেশিও হয়। আবার অনেক ব্লগার প্রতিদিন ভিজিটর পায় ১০-২০ টি। মাঝেমধ্যে আবার এরচেয়েও কম! ব্লগের ইনকাম যেহেতু ভিজিটরের ওপর নির্ভর করে, তাই সবাই চায় নিজের ব্লগে ভালো ট্রাফিক কিংবা ভিজিটর পেতে। যাদের ট্রাফিক কম, তারা তাই ব্লগে ট্রাফিক আনা আর ইনকাম নিয়ে টেনশনে থাকেন। তাদের জন্যই মূলত টেকউইকির আজকের এই পোস্ট। আজকের আর্টিকেলে আমরা জানবো— ব্লগে ট্রাফিক আনার ১০টি টিপস বা ব্লগে ট্রাফিক বাড়ানোর উপায়গুলো সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক, ব্লগে ট্রাফিক আনার ১০ টি টিপস সম্পর্কে বিস্তারিত আলোচনা।
ব্লগে ট্রাফিক আনার সেরা ১০টি টিপস
ট্রাফিক আনুন গেস্ট পোস্ট থেকে
ব্লগে ট্রাফিক আনতে Guest post বা অতিথি পোস্টের বিকল্প নেই। আপনি যখন অন্য কারও ওয়েবসাইটে লিখবেন তখন আপনার কন্টেন্টটি হবে Guest post. গেস্ট পোস্ট করলে ব্যাকলিংক নেওয়া যায়। আপনার ডোমেইনের অথোরিটি স্কোর বাড়াতে চাইলে এবং আপনার ওয়েবসাইটের Rank গুগল সার্চ রেজাল্টে টপ পজিশনে নিতে চাইলে আপনাকে যথার্থ ভাবে Link building করতে হবে। আর এই লিংক বিল্ডিং করার সবচেয়ে সেরা টেকনিক হলো Guest post.
মিডিয়াম থেকে আনুন ট্রাফিক
ব্লগে ট্রাফিক আনার ১০টি টিপস এর মধ্যে এটি মিডিয়াম থেকে রেফার ট্রাফিক আনা অন্যতম। আপনি Medium এ পোস্টে করে ব্যাকলিংকের মাধ্যমে ব্লগে প্রচুর ট্রাফিক পেতে পারেন। মিডিয়ামে আপনি পোস্ট দেবেন এবং আপনার সাইটের লিংক দিয়ে দেবেন। কেউ ওই পোস্টটি পড়ে আপনার দেওয়া লিংকে ক্লিক করলেই ট্রাফিক যাবে আপনার ব্লগে।
আরও পড়ুন: ব্লগিং থেকে সহজে টাকা আয় করবেন যেভাবে!
Keyword Research এ হতে হবে দক্ষ
ব্লগে ট্রাফিক আনার ক্ষেত্রে আপনাকে Keyword Analysis or Research এ হতে হবে দক্ষ! আপনি একটি ভালো কিওয়ার্ড বেছে নিয়েছেন। ভালো কিওয়ার্ড বলতে বোঝাচ্ছি হাই ভলিউম এর কিওয়ার্ড। তো এটির ওপর আপনি ব্লগে কন্টেন্ট লিখবেন। তাহলেই আপনার কাজ ৫০% হয়ে গেল। যেসব Keyword মানুষ বেশি সার্চ দিয়ে দিয়ে দেখে, ওগুলোর ওপর কন্টেন্ট লিখুন। তাহলেই দেখবেন আপনার ব্লগে প্রচুর ট্রাফিক আসছে। হাবিজাবি কিওয়ার্ড নিয়ে কন্টেন্ট লিখলে যত কিছুই করেন না কেন কোনো লাভ নেই; ট্রাফিক পাবেন না!
এসইও (SEO) তে বাড়াতে হবে দক্ষতা
আপনি একজন ব্লগার। তাই নিশ্চয়ই আপনি জানেন SEO কী! ব্লগে ট্রাফিক বাড়াতে SEO‘র ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনার কন্টেন্টের SEO যত ভালো হবে, আপনার কন্টেন্ট তত ভালো র্যাংক করবে গুগলে। On page SEO and Off page SEO তে আপনাকে এক্সপার্ট হতে হবে। আপনি SEO ভালোভাবে জানলে মাসে লক্ষাধিক টাকা শুধু ব্লগিং এর মাধ্যমেই আয় করতে পারবেন।
আরও পড়ুন: আর্টিকেলে কীভাবে SEO করবেন যাতে কন্টেন্ট গুগলে Rank করে!
SEO’তে নিজের দক্ষতা বাড়াতে এই কন্টেন্টটি পড়তে পারেন। একদম বেসিক থেকে শুরু করে সবকিছুই আপনি বুঝতে পারবেন।
আপনার ব্লগ সাইটের স্পিড বাড়ান
ধরুন, কোনো পাঠক আপনার ব্লগে প্রবেশ করতে চাইল। কিন্তু আপনার ওয়েবসাইট বেশি সময় নিচ্ছে লোডিং হতে। এক্ষেত্রে কিন্তু মানুষ বিরক্ত হয়ে বেরিয়ে যায়।
আপনার ব্লগ ওয়েবসাইটের গতি হতে হবে সর্বোচ্চ ২ সেকেন্ড। অর্থাৎ তিন সেকেন্ডের কম না হলে আপনি ট্রাফিক হারাবেন। ব্লগে ট্রাফিক আনার জন্য এটি অন্যতম একটি টিপস।
তাই প্রিয় পাঠক, আপনার ওয়েবসাইটের স্পিড বাড়ান। ব্যবহারকারী যেন দ্রুত আপনার সাইটে প্রবেশ করতে পারে। তাহলে অধিক পরিমানে ট্রাফিক আপনি পাবেন।
ব্লগে ট্রাফিক আনতে মনযোগ দিন মার্কেটিংয়ে
আপনার ব্লগের কন্টেন্টগুলো ছড়িয়ে দিন ফেসবুক এবং অন্যান্য জনপ্রিয় স্যোশাল মিডিয়াতে। এর চেয়ে ভালো মার্কেটিং আর হতে পারে না। আপনি চাইলে পেইড মার্কেটিংও করতে পারেন। পেইড মার্কেটিং মানে হলো বিভিন্ন জায়গায় টাকা দিয়ে Ad show করানো। মনে রাখবেন, প্রচারেই প্রসার। ব্যবহারকারীরা আপনার ব্লগ সম্পর্কে তখনই জানবে যখন আপনি এটির প্রচার করবেন! এটি ব্লগে ট্রাফিক আনার অন্যতম একটি টিপস।
⏩ আরও পড়ুন: Bangladesh Railway Online Ticket
হাই কোয়ালিটির কন্টেন্ট লিখুন
দেখুন, ভালো মানের কন্টেন্ট আপনাকে লিখতে হবে। অন্যথায় আপনি ব্লগিং সেক্টরে শক্ত ক্যারিয়ার গড়তে পারবেন না।
ব্লগিং এ কন্টেন্ট কোয়ালিটির ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না। ছোটো ছোটো বিষয়, যেমন- Meta description, Title And Image হতে হবে Eye catching!
আপনার কন্টেন্টের First impression-ই ব্যবহারকারীকে আপনার কন্টেন্ট পড়তে বাধ্য করবে, সেদিকে খেয়াল রাখতে হবে। তাই হাই কোয়ালিটি কন্টেন্ট লিখুন। আর ব্লগে ট্রাফিক বাড়ান।
কন্টেন্ট রিলেটেড ভিডিয়ো পাব্লিশ করুন
আপনি যে টপিক নিয়ে কাজ করছেন, সেটির ওপর ভিডিয়ো, শর্টস এবং রিলস তৈরি করুন। এরপর এসব ছড়িয়ে দিন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। এতে করে আপনার একটা ফিক্সড অডিয়েন্স তৈরি হবে। সেই অডিয়েন্সকে আপনি বিভিন্ন উপায়ে ব্লগের ভিজিটর হিসেবে কনভার্ট করতে পারেন। এতে আপনার ব্লগে ট্রাফিক বাড়বে। আবার একই সাথে বাড়বে ইনকাম সোর্সও! কারণ, ব্লগ কন্টেন্টের মতো ভিডিয়োও মনিটাইজ করে ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম ইত্যাদি প্লাটফরম থেকেও আয় করা যায়। এই বিষয়ে আমাদের নিচের আর্টিকেলগুলো পড়তে পারেন।
⏩ পড়ুন: ইউটিউব শর্টস থেকে আয় করার উপায়!
⏩ পড়ুন: ফেসবুক রিলস থেকে ইনকাম করার উপায়!
কন্টেন্ট আপডেট রাখুন নিয়মিত
ব্লগে ট্রাফিক আনতে চাইলে কন্টেন্ট আপডেট রাখতে হবে। ধরুন আপনি একটি কন্টেন্ট লিখেছেন, স দিয়ে মেয়েদের ইসলামিক নাম অর্থসহ ২০২৩! তো, এটি ২০২৩ সালে লিখেছিলেন। ২০২৪ কিংবা ২০২৫ সালেও যদি আপনি এই কন্টেন্টের শিরোনাম পরিবর্তন না করেন, তাহলে পাঠক কি আপনার কন্টেন্ট পড়বে? নিশ্চয়ই না! তাই ব্লগে ট্রাফিক বাড়াতে চাইলে কন্টেন্ট আপডেট রাখুন নিয়মিত। আপনার সাইটে প্রকাশিত কোনো কন্টেন্টের কোনো তথ্য বর্তমানে পরিবর্তন হলে, অতিদ্রুত কন্টেন্ট আপডেট করে নতুন তথ্য যুক্ত করুন। এতে ভিজিটরদের কাছে আপনার ব্লগের গ্রহণযোগ্যতা বাড়বে।
ডোমেইন অথোরিটি (DA) বাড়ান অধিক ট্রাফিক পেতে চাইলে
Domain Authority তৈরি করেছে Moz নামক একটি কোম্পানি। Domain Authority এর স্কোর ১-১০০ পর্যন্ত থাকে। আপনার ব্লগ সাইট ও সাইটের কন্টেন্টের মানের ওপর নির্ভর করবে আপনার DA কত ভালো স্কোর করবে। ডোমেইন অথোরিটি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এসইও, ব্যাকলিংক ইত্যাদি। তাছাড়া সাইটের বয়সের ওপরেও এটি নির্ভর করে। আপনার ডোমেইন অথরিটি চেক করতে পারেন, মজের Free domain authority checker টুলের মাধ্যমে। ডোমেইন অথোরিটির সাথে পোস্টের গুগলে র্যাংক করার বিষয়টা কিছুটা সম্পৃক্ত! তাই প্রিয় পাঠক, Domain Authority বাড়ানোতে মনযোগী হোন।
বিভিন্ন গ্রুপ ও ফোরামে অংশগ্রহন করুন
আপনি Quora এর মতো বিভিন্ন ফোরামে অংশগ্রহন করতে পারেন। সেখানে হাজার হাজার মানুষ বিভিন্ন প্রশ্ন করে। আপনার কন্টেন্ট রিলেটেড টপিক সেখানে পেয়ে যাবেন। এরপর আপনার কাজ হবে সেখানে মানুষের প্রশ্নের উত্তর দেওয়া। সাথে সাথে আপনার কন্টেন্টের লিংকও সেখানে দিয়ে দেবেন যাতে মানুষ তা পড়তে আগ্রহী হয়। এছাড়া ফেসবুকেও এধরনের গ্রুপ থাকে। ফেসবুকের কমিউনিটি গ্রুপগুলোতেও আপনি পোস্টের লিংক দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে, আপনার লিংক যেন পাঠকের প্রশ্নের সাথে রিলেটেড হয়। যেমন- কেউ ব্লগে ট্রাফিক বাড়ানোর টিপস জানতে চাইলে, আমরা আমাদের এই পোস্টের লিংক শেয়ার করতে পারি। কিন্তু, কেউ যদি স্বাস্থ্য বিষয়ক কোনো প্রশ্ন করে, সেখানে আমরা এই লিংক দিলে, সেটা রিলেটেড হলো না! এমনটা করলে বরং ব্লক / ব্যান হওয়ার সম্ভাবনা আছে।
যাই হোক, এভাবে আপনি বিভিন্ন গ্রুপ আর ফোরামের মাধ্যমে আপনার সাইটের ট্রাফিক বাড়াতে পারেন। এটি একটা জনপ্রিয় উপায়!
**********
তো প্রিয় পাঠক, আশা করছি, ব্লগে ট্রাফিক আনার ১০টি টিপস নামক আর্টিকেলটি আপনার ভালো লেগেছে। আপনার যেকোনো ধরনের প্রশ্ন কিংবা মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। আর্টিকেলটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। টেকউইকির সাথে থাকুন সবসময়। আপনার দিনটি শুভ হোক।