Skip to content
Home » ব্লগিং থেকে সহজে টাকা আয় করা যায় যেভাবে!

ব্লগিং থেকে সহজে টাকা আয় করা যায় যেভাবে!

ব্লগিং থেকে সহজে টাকা আয় করা যায় যেভাবে!

ব্লগিং থেকে সহজে টাকা আয় করা যায় যেভাবে, তা নিয়ে টেকউইকির আজকের পোস্টে বিস্তারিত আলোচনা করব। আসলে ব্লগিং এর মাধ্যমে আপনি সর্বোচ্চ কত টাকা আয় করতে পারবেন এর কোনো সীমা নেই। শুনতে একটু অবিশ্বাস্য লাগলেও এটিই সত্যি। আসুন তাহলে জেনে নেওয়া যাক, ব্লগিং থেকে যেভাবে সহজে টাকা আয় করা যায়।

ব্লগিং থেকে সহজে টাকা আয় করা যায় যেভাবে

ব্লগিং এর মাধ্যমে টাকা আয়ের উৎস

ব্লগিং এর মাধ্যমে সহজে টাকা আয় করা যায় প্রচুর ট্রাফিকের মাধ্যমে। আপনার ব্লগের ট্রাফিক যত বেশি হবে, আপনার টাকা আয় হবে তত বেশি। ট্রাফিক আবার বেশি আসে কন্টেন্টের ভিত্তিতে। আপনার ব্লগের কন্টেন্ট যতো মানসম্মত হবে, ট্রাফিক ও তত বেশি আসবে।

ব্লগে অর্থ আসে SEO ফ্রেন্ডলি আর্টিকেলে

ব্লগিং থেকে আয় করতে হলে আপনার কন্টেন্ট হতে হবে SEO ফ্রেন্ডলি। আপনার লেখা আর্টিকেলের SEO যত ভালো হবে, আপনার কন্টেন্ট তত বেশি Rank করবে। এতে ট্রাফিক বাড়বে এবং সাথে পাল্লা দিয়ে বাড়বে আপনার ইনকামও। এই বিষয়ে বিস্তারিত জানতে পড়ে ফেলুন,

 কীভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখবেন?

বাংলা ব্লগিং করে টাকা আয়

বাংলায় ব্লগিং করে আপনি দুই বছরের মধ্যেই ৭০০- ১০০০ ডলার পর্যন্ত আয় করতে পারবেন। এই আয় আসে অ্যাড রেভিনিউ ভিত্তিক। যেমন Google AdSense কিংবা Ezoic এর মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারেন। 

ইংরেজি ব্লগিং করে টাকা আয়

ইংরেজি কন্টেন্ট লিখে ব্লগিং করলে আপনি আরও বেশি উপার্জন করবেন বাংলায় ব্লগিং এর চেয়ে। এর কারণ, ইংরেজি ব্লগে ট্রাফিক বেশি আসে আমেরিকা, কানাডা কিংবা অস্ট্রেলিয়া’র মতো দেশ থেকে। ওখানকার ভিজিটর যদি আপনার ব্লগে প্রদর্শিত অ্যাড এ ক্লিক করে, তাহলে প্রচুর রেভিনিউ জেনারেট করতে পারবেন আপনি। আপনি প্রথম বছরেই ২৫ থেকে ৫০ হাজার ডলার আয় করতে পারবেন ইংরেজি ব্লগিং করে। অবশ্যই মনে রাখবেন, ব্লগে অধিক ট্রাফিক পেতে হলে অবশ্যই SEO করতে হবে।

অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে টাকা আয়

আপনি যখন ব্লগে কন্টেন্ট লিখবেন, তখন লেখার সঙ্গে পণ্য বা পরিষেবাটির Link আপনার ব্লগে যুক্ত করে দিবেন। আপনার পাঠক অথবা ভিজিটর যখনই সেই Link ক্লিক করবেন বা পণ্যটি কিনবেন তখন আপনি বেশ ভালো রকমের কমিশন পাবেন। এই পদ্ধতিকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। বাংলা ব্লগা দারাজের অ্যাফিলিয়েট মার্কেটিং করা যায়! আর ইংরেজি ব্লগে অ্যামাজন, ক্লিকডিল, আলীবাবা ইত্যাদি ইকমার্স সাইটের মার্কেটিং করা যায়।

⏩ আরও পড়ুন: ব্লগার ওয়েবসাইটে ‘সোলায়মান লিপি’ বাংলা ফন্ট ইনস্টল করবেন যেভাবে!

নিজের পণ্য বিক্রি করুন ব্লগিং এর মাধ্যমে

আপনি মোটা অঙ্কের টাকা আয় করতে পারেন এটির মাধ্যমে। ধরুন আপনি খুব ভালো কেক কিংবা ফার্স্ট ফুড তৈরি করতে পারেন ঘরে বসেই। পণ্যের বিক্রি, মূল্য নির্ধারন করুন এবং তা লিখে দিন আপনার ব্লগে। এরপর অর্থ আদান-প্রদানের মাধ্যম রাখতে পারেন বিকাশ, নগদের মতো সহজ মাধ্যমগুলো। এভাবে নিজের পণ্য বিক্রি করেও ব্লগিং এর মাধ্যমে সহজেই প্রচুর টাকা আয় করতে পারবেন।

ব্লগে সরাসরি বিজ্ঞাপন প্রকাশ

অ্যাড নেটওয়ার্ককে বাদ দিয়ে আপনি সরাসরি কোনো বড়ো প্রতিষ্ঠান বা কারও পণ্যের বিজ্ঞাপন সরাসরি করতে পারবেন। এভাবে ব্লগিং এর মাধ্যমে প্রচুর টাকা আয় করা যায় খুব সহজে। সবচেয়ে বড়ো বিষয়টি হলো, আপনাকে নির্ভর করতে হচ্ছে না অ্যাড নেটওয়ার্কের ওপর। তাছাড়া আপনিই ঠিক করছেন কোন বিজ্ঞাপন আপনি প্রকাশ করবেন, মূল্যও আপনি নির্ধারণ করবেন। তবে এক্ষেত্রে আপনার ব্লগে ভিজিটর আসতে হবে প্রচুর। এটি সম্ভব হবে আপনার কন্টেন্টের কোয়ালিটির ওপর।

⏩ ব্লগিং এর প্রায় সবকিছু জানতে দেখে নিতে পারেন এই ভিডিও গুলো: ব্লগিং ফুল কোর্স এবং টিউটোরিয়াল!

ব্লগিং থেকে সহজে টাকা আয় করা যায় যেভাবে, এগুলো হলো তার মোটামুটি কিছু উপায়। তাহলে দেরি না করে কাজে নেমে পড়ুন! আর্টিকেলটা ভালো লাগলে পরিচিত বন্ধুদের সাথে শেয়ার করে ফেলুন। কেউ কোনো কিছু না বুঝলে কিংবা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। এই ধরনের আরও নতুন নতুন পোস্ট পেতে চাইলে টেকউইকিতে চোখ রাখুন। ধন্যবাদ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন: