Skip to content
Home » ব্লগার ওয়েবসাইটে ‘সোলায়মান লিপি’ বাংলা ফন্ট ইনস্টল করবেন যেভাবে!

ব্লগার ওয়েবসাইটে ‘সোলায়মান লিপি’ বাংলা ফন্ট ইনস্টল করবেন যেভাবে!

ব্লগার ওয়েবসাইটে 'সোলায়মান লিপি' বাংলা ফন্ট ইনস্টল করার নিয়ম!

বাংলা ভাষায় লক্ষাধিক ব্লগ সাইট রয়েছে। সেগুলোর অধিকাংশতেই ব্যবহার করা হয় বাংলা ফন্ট। বাংলা ফন্ট ইনস্টল না থাকলে বাংলা অক্ষরে লেখা শব্দগুলো ভেঙে যায় বা স্পষ্ট হয় না। আর সোলায়মান লিপি, হিন্দ শিলিগুড়ির মতো বাংলা ফন্টগুলো ওয়েবসাইটে ইনস্টল করা থাকলে ওয়েবসাইটের চেহারাটাই চেঞ্জ হয়ে যায়। ওয়ার্ডপ্রেস সাইটে ডিফল্টভাবে অনেক গুগল ফন্ট থাকে যেগুলো বাংলা সাপোর্ট করে! তাই ওয়ার্ডপ্রেসে বাংলা ফন্ট নিয়ে খুব একটা ঝামেলা হয় না! তবে ব্লগার সাইটে ওয়ার্ডপ্রেসের মতো এত ফিচার বা সুবিধা নেই! তো, আপনার যদি একটি ব্লগার ওয়েবসাইট থেকে থাকে এবং আপনি আপনার ওয়েবসাইটে বাংলা ফন্ট ইনস্টল করতে চান; তবে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য। এই আর্টিকেলে আমরা— ব্লগার ওয়েবসাইটে ‘সোলায়মান লিপি’ বাংলা ফন্ট ইনস্টল করবেন যেভাবে, সেই কৌশল বিস্তারিত জানাবো। চলুন শুরু করা যাক!

সোলায়মান লিপি ফন্ট HTML

<link href=”https://fonts.maateen.me/solaiman-lipi/font.css” rel=”stylesheet”/>{codeBox}

⏩ আরও পড়ুন: কীভাবে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখবেন?

সোলায়মান লিপি ফন্ট CSS

<!–Solaimanlipi CSS starts–>
<style>
@import url(‘https://fonts.maateen.me/solaiman-lipi/font.css‘);
</style>
<!–Solaimanlipi CSS ends–>{codeBox}

ব্লগার ওয়েবসাইটে ‘সোলায়মান লিপি’ বাংলা ফন্ট ইনস্টল করার কৌশল

  • প্রথমেই ওপরের এইচটিএমএল কোডটি সম্পূর্ণ কপি করে নিন।
  • আপনার ব্লগার অ্যাকাউন্টে লগিন করে থিম অপশনে গিয়ে Edit HTML এ ক্লিক করুন।
  • কিবোর্ডের ctrl + F বাটন একসাথে চেপে ধরে ফাইন্ড অপশনে <head> লিখে সার্চ করুন এবং <head> ট্যাগের নিচে কপিকৃত কোডটি বসিয়ে দিন।
  • তারপর সোলায়মান লিপি ফন্টের সিএসএস কোড কপি করুন এবং <body> লিখে সার্চ করে <body> ট্যাগের নিচে কপিকৃত কোডটি বসিয়ে দিন। এবার থিমটি সেভ করুন।
  • আবার থিম এডিটরে গিয়ে সম্পূর্ণ কোডটি কপি করুন এবং নোটপ্যাড++ বা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করুন। নোডপ্যাড++ বা ওয়ার্ড ডকুমেন্টে একটু আগে কপি করা কোডগুলো পেস্ট করে দিন।
  • আবার কিবোর্ডে ctrl + F চাপুন এবং font-family লিখে সার্চ করুন। দেখুন, ফন্ট-ফেমিলির পাশে অন্য কোনো ফন্টের নাম দেওয়া আছে, নামটি মনে রাখুন।
  • এবার ctrl + H চাপুন এবং আপনার সাইটে যে ফন্টের নাম দেওয়া আছে সেটাকে রিপ্লেস করুন SolaimanLipi লিখে।
  • রিপ্লেস হয়ে গেলে সম্পূর্ণ কোড কপি করে আবার ব্লগার.কমে গিয়ে থিম এডিটরে পেস্ট করে দিন এবং সেভ করে দিন।

ব্যস, আপনার ব্লগ সাইটটি এবার ভিজিট করে দেখুন, সাইটের ফন্ট চেঞ্জ হয়ে গেছে। ডিফল্ট ফন্টের বদলে ব্লগে সোলায়মান লিপি ফন্ট দেখতে পাবেন!

সতর্কতা: font-family: fontAwesome থাকলে তা পরিবর্তন করবেন না। হুবহু রেখে দিয়ে সেভ করবেন। অন্যথায় বাংলা ফন্ট ইনস্টল হবে না।

⏩ আরও পড়ুন: ইউটিউব মনিটাইজেশন ছাড়া আয় করার কয়েকটি উপায়!


প্রিয় পাঠক, এই ছিল— ব্লগার ওয়েবসাইটে ‘সোলায়মান লিপি’ বাংলা ফন্ট ইনস্টল করবেন যেভাবে, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য! কেউ কোনো কিছু না বুঝে থাকলে কিংবা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। আর পোস্টটি ভালো লাগলে, পরিচিত ব্লগার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ধরনের আরও পোস্ট পেতে টেকউইকিতে চোখ রাখুন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন: