Skip to content
Home » ডিলিট হওয়া ছবি ও ভিডিয়ো ফিরে পাওয়ার উপায়!

ডিলিট হওয়া ছবি ও ভিডিয়ো ফিরে পাওয়ার উপায়!

ডিলিট হওয়া ছবি ও ভিডিয়ো ফিরে পাওয়ার উপায়!

ধরুন, আপনি ফোন টিপছেন। হঠাৎ করে ডিলিট হয়ে গেল আপনার গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিয়োটি। এমনটি হলে খুবই খারাপ লাগে। কাজ করে বিরক্তিও। পাঠক, আপনি হয়তো ভাবছেন ডিলিট হয়ে যাওয়া ছবি আর ভিডিয়ো ফিরে পাওয়ার উপায় নেই।

ডিলিট হওয়া ছবি ফেরত আনা যায় না ভাবতাম আমিও।

কিন্তু না, উপায় আছে। আজকে আমরা জানবো— ফোন থেকে ডিলিট হওয়া ছবি ও ভিডিয়ো ফিরে পাওয়ার উপায় সম্পর্কে।

একদম সহজ উপায়গুলো আপনাকে জানাব আজ। চলুন শুরু করা যাক!

ডিলিট হওয়া ছবি ও ভিডিয়ো ফিরে পাওয়ার উপায়

অ্যান্ড্রয়েড ফোনের ডিলিট হয়ে যাওয়া ছবি আর ভিডিয়ো ফিরে পাবেন যেভাবে (Media file recovery for Android):

আমরা জানি কম্পিউটারে ডিলিট হওয়া ছবি কিংবা ভিডিও Recycle Bin এ গিয়ে জমা হয়। তেমনি আপনার Android ফোন থেকে ডিলিট হয়ে যাওয়া ছবি এবং ভিডিও জমা হয় আলাদা একটি System Folder এ। এখানে জমা হওয়া ছবি গুলো সাধারনত দেখা যায় না।

তো প্রথমত DiskDigger Photo Recovery এপের মাধ্যমে আপনি আপনার ডিলিট হওয়া ছবি ও ভিডিও ফেরত পাবেন। এপটি গুগল প্লে স্টোর থেকে পেয়ে যাবেন। DiskDigger Photo Recovery সার্চ দিলেই চলে আসবে।

App টি ইনস্টল করার পরে ওখানের প্রসেস গুলো ধাপে ফলো করলেই হবে। দেখবেন আপনার বহু আগের ডিলিট করে দেয়া ছবি ও ভিডিওগুলো চলে আসছে।

এরপরে আরো আছে, মোবাইল থেকে ছবি ও ভিডিয়ো ডিলিট হওয়া ফাইল উদ্ধারের জন্য প্রয়োজন ছোট্ট একটি অ্যাপ। সেটি হলো, Dumpster Bin File Recovery। এটি ১৪ এমবি সাইজের একটি অ্যাপ এবং দারুণ কার্যকর।

আপনার পরিচিত কেউ হয়তো এরই মধ্যে এই App টি ব্যবহার করছে। অনেকে তো ভালো টাকাও ইনকাম করছে শুধুমাত্র এই এপ টি ব্যবহার করে।

এমনিতে অ্যান্ড্রয়েডের জন্য Google Play স্টোরে অনেক অনেক Recovery অ্যাপস আছে। সমস্যা হলো সেগুলো সঠিক ভাবে ডিলিট হওয়া ছবি ও ভিডিয়ো ফিরেয়ে আনতে পারে না।

আরো বড় বিষয় আছে। অনেক Spam এপ থাকে যেগুলো কাজ করেনা তো বটেই, ফোনে আরো অনেক সমস্যা তৈরি করে।

আরও পড়ুন: অনলাইন থেকে আয় করার সেরা ৫টি উপায়!

Dumpster Bin ব্যবহারের নিয়ম:

App টি আপনার ফোনে ইনস্টল করার পর ওপেন করুন। এরপর Deep scan করলেই ডিলিট হয়ে যাওয়া ছবি আর ভিডিয়ো ফিরে পাবেন। এরপর আপনার যে ফাইলটি লাগবে সেটিতে ক্লিক করে Restore অপশনটি চাপলেই পেয়ে যাবেন কাঙ্খিত ডিলিট হয়ে যাওয়া ছবি কিংবা ভিডিয়োটি।

ডিলিটহওয়া ছবি ও ভিডিয়ো ফিরে পাওয়ার উপায় হিসেবে এই প্রকৃয়াটি দারুণ কার্যকর।

Dumpster Bin অ্যাপ ব্যবহারের সুবিধা:

  • অনায়াসে ডিলিট হওয়া ছবি ও ভিডিয়ো ফিরিয়ে আনতে পারবেন।
  • ফ্রিতে পুনরুদ্ধার করতে পারবেন আপনার প্রয়োজনীয় মিডিয়া ফাইল।
  • রিকভারি অ্যাপটি লক করে রাখা যায় যা নিরাপত্তা দেয় আপনার প্রাইভেসির।

তবে হ্যাঁ, আপনি অ্যাপটির ফ্রি ভার্সন ব্যবহার করলে ফাইল রিকোভার করার সময় কয়েক সেকেন্ডের বিজ্ঞাপন দেখায়। এটা ছাড়া আর তেমন বড়ো অসুবিধে নেই।

বিজ্ঞাপন আসলে ওখানে ক্লিক না করলেই ভালো হবে। অনেক সময় App টি’র ফ্রি ভার্সনে কিছু বাজে সাইটের অ্যাড দেখায়।

তবে ডিলিট হওয়া ছবি, ভিডিয়ো আর ফাইল ফিরে পাওয়ার উপায় হিসেবে অ্যাপটি দারুণ এবং অন্য কোনো অ্যাপস এটির মতো কাজ করে না। তাই ডিলিটেড ছবি আর ভিডিয়ো ফিরে পাওয়ার উপায় হিসেবে এখনই ইনস্টল করে নিন Dumpster Recovery app টি।

আরও পড়ুন: ইউটিউব মনিটাইজেশন ছাড়া আয় করার কয়েকটা উপায়

আইফোনে ডিলিট হয়ে যাওয়া ছবি আর ভিডিয়ো ফিরে পাবেন যেভাবে (Media file recovery for iPhone):

Dr.Fone App এর মাধ্যমে আপনি আপনার আইফোনের ডিলিট হয়ে যাওয়া ছবি, ভিডিয়ো আর ফাইল ফিরে পেতে পারেন। এটি খুবই ভালো একটি অ্যাপ এবং পেয়ে যাবেন App Store এ।

অ্যাপটি খুব দারুণ ভাবে কাজ করে।

তো বন্ধুরা, ডিলিটহয়ে যাওয়া ছবি আর ভিডিয়ো ফিরে পাওয়ার উপায় সম্পর্কে আশা করি আপনারা অবগত হয়েছেন। ভালো থাকবেন এবং আপনার যেকোনো মতামত কিংবা প্রশ্ন জানান কমেন্টবক্সে। ধন্যবাদ আপনাকে। আপনার দিনটি শুভ হোক।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন: