ইসলামী ব্যাংক অনলাইন ব্যাংকিং রেজিস্ট্রেশন!

ইসলামী ব্যাংক অনলাইন ব্যাংকিং রেজিস্ট্রেশন!

আমাদের অধিকাংশ দরকারি ও প্রয়োজনীয় কাজ ইন্টারনেটের মাধ্যমেই সম্পন্ন করতে হয়। সেই সূত্রে ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম এখন বেশ জনপ্রিয়। ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ঘরে বসেই আপনি মোটামুটি সব ধরনের লেনদেন করতে পারবেন। তো, আজকের পোস্টে আমরা, ইসলামী ব্যাংক অনলাইন ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব! ইসলামী ব্যাংক অনলাইন ব্যাংকিং রেজিস্ট্রেশন এর মাধ্যমে আপনিও উপভোগ করতে পারেন নানাবিধ সুবিধা! চলুন তাহলে জেনে নেওয়া যাক— কীভাবে ইসলামী ব্যাংকের আই-ব্যাংকিং এর জন্য রেজিস্ট্রেশন করবেন, কী কী কাগজপত্রের প্রয়োজন হবে এবং আইবিবিএল আই-ব্যাংকিং এর সকল সুবিধা ও অসুবিধা।

ইসলামী ব্যাংক অনলাইন ব্যাংকিং রেজিস্ট্রেশন

প্রথমে জেনে নিই— ইসলামী ব্যাংক অনলাইন ব্যাংকিং এর সুবিধা ও অসুবিধাগুলো সম্পর্কে। আপনি কীভাবে এবং কী কাজে এই সেবা ব্যবহার করতে পারবেন তার একটা ধারণা দিই চলুন।

সুবিধাসমূহ:

  • অ্যাকাউন্টের ব্যালেন্স, স্টেটমেন্ট সহ লেনদেনের সারসংক্ষেপ বা সামারী দেখতে পারবেন।
  • ইসলামী ব্যাংকের এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারবেন।
  • ইসলামী ব্যাংক ছাড়া দেশের অন্যান্য যেকোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন।
  • দেশের সকল মোবাইল অপারেটর সিমে রিচার্জ করতে পারবেন কোনো চার্জ ছাড়াই।
  • পানি, গ্যাস, বিদ্যুৎ বিল সহ সকল ইউটিলিটি বিল দিতে পারবেন।
  • কার্ড ছাড়াই ইসলামী ব্যাংকের যেকোনো এটিএম বুথ থেকে টাকা উত্তোলন করতে পারবেন।
  • নতুন চেক বইয়ের জন্য আবেদন করতে পারবেন এবং চেক বইয়ের মাধ্যমে টাকা উত্তোলন বন্ধ করতে পারবেন।

⏩ আরও পড়ুন: যেসব বিষয় কখনোই গুগলে সার্চ করবেন না!

এছাড়াও আরও অনেক সুযোগ সুবিধা রয়েছে ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের। আই ব্যাংকিং রেজিস্ট্রেশন করার পরে আপনি সকল সুযোগ সুবিধা দেখে নিতে পারবেন এক এক করে। অসুবিধা বলতে আমার মতে তেমন কোনো অসুবিধা নেই বা দেখছি না, তবে আরও ফিচার বাড়ানোর অনুরোধ থাকবে।

ইসলামী ব্যাংকের আই ব্যাংকিং এর রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য:

  • ইন্টারনেট ব্যাংকিংয়ে রেজিস্ট্রেশন করার জন্য আপনার একটি সচল সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট বা এসএনডি বা স্টুডেন্ট সেভিংস অ্যাকাউন্ট বা ফার্মার্স অ্যাকাউন্ট প্রয়োজন হবে।
  • নিজের একটি সচল ইমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। যেটা ইন্টারনেট ব্যাংকিংয়ের ক্ষেত্রে ইউজার নেম হিসেবে ব্যবহার করতে হবে।
  • আপনার ১৭ ডিজিটের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও ১৩ ডিজিটের কাস্টমার আইডি প্রয়োজন হবে। ১৬২৫৯ বা +৮৮০২৮৩৩১০৯০ নাম্বারে কল করে কাস্টমার আইডি সংগ্রহ করে নিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় যে নাম্বার দিয়েছিলেন অবশ্যই সেই নাম্বার দিয়ে কল করতে হবে।

ইসলামী ব্যাংকের অনলাইন ব্যাংকিং বা আই ব্যাংকিং রেজিস্ট্রেশন প্রক্রিয়া:

১. প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ইসলামী ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ের আই ব্যাংকিং ওয়েব পোর্টালে যান। এখানে ক্লিক করুন

২. আইবিবিএল আই ব্যাংকিং পেজের সাইন আপ অপশনে ক্লিক করুন।

৩. এবার আপনাকে ফার্স্ট নেম ও লাস্ট নেম সহ ইমেইল অ্যাড্রেস জমা দিতে হবে। তারপর সাবমিট বাটনে ক্লিক করুন।

৪. এবার আপনাকে একটা ইমেইল পাঠানো হয়েছে, ইমেইলটি খুলুন এবং প্রদত্ত লিংকে ক্লিক করুন।

৫. এখন আপনার আইবিবিএল আই ব্যাংকিংয়ের রেজিস্ট্রেশনের মূল প্রক্রিয়া শুরু হবে।

৬. এবার আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের (NID Card) নাম্বার দিয়ে সাবমিট করুন।

৭. নতুন একটি পেজ আসবে; এখানে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ১৭ ডিজিটের নম্বর এবং ১৩ ডিজিটের কাস্টমার আইডি দিয়ে সাবমিট করতে হবে।

⏩ আরও পড়ুন: ইউটিউব মনিটাইজেশন ছাড়া আয় করার কয়েকটি উপায়!

৮. এবার বাংলাদেশ সিলেক্ট করে মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে সাবমিট করুন।

পাসওয়ার্ড অবশ্যই কমপক্ষে ১২ অক্ষরের হতে হবে এবং ছোটো হাতের অক্ষর, বড়ো হাতের অক্ষর, বিশেষ চিহ্ন ও সংখ্যা দিতে হবে। এবং ৯০ দিন পর পর পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে।

৯. এখন আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড আসবে সেটা দিয়ে ক্যাপচা পূরণ করে সাবমিট করলে আপনি সফলভাবে রেজিস্ট্রেশন করতে সক্ষম হয়েছেন।

১০. এবার আপনাকে যে পেজে রিডাইরেক্ট করা হবে সেখান থেকে কিছু ডকুমেন্ট ডাউনলোড করে প্রিন্ট করিয়ে আপনার সাক্ষর দিয়ে আপনার অ্যাকাউন্ট যে ব্রাঞ্চে সেখানে জমা দিতে হবে। আপনি ইমেইলের মাধ্যমেও এটার ডাউনলোড লিংক পেয়ে যাবেন।

আপনাকে অবশ্যই ডেবিট অ্যাপ্রুভাল ফর্মটাও ডাউনলোড করে প্রিন্ট করিয়ে সাক্ষর করে জমা দিতে হবে। ডেবিট অ্যাপ্রুভাল ফর্ম জমা না দিলে আপনি অ্যাকাউন্টের ব্যালেন্স, স্টেটমেন্ট দেখা ছাড়া কোনো লেনদেন করতে পারবেন না।

ব্যাংকে উক্ত ডকুমেন্টগুলো জমা দেওয়ার ২৪ ঘন্টার মধ্যে আপনার ইমেইলে একটা মেইল আসবে যেখানে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া থাকবে। +৮৮০৯৬১১৩১৬২৫৯ নম্বরে কল দিয়ে আপনাকে টি-পিন সংগ্রহ করতে হবে। অন্যথায় আপনি আই ব্যাংকিং ব্যবহার করতে পারবেন না।

⏩ আরও পড়ুন: যেসব অ্যাপস কখনোই ব্যবহার করবেন না!

*********

প্রিয় পাঠক, এই ছিল— ইসলামী ব্যাংক অনলাইন ব্যাংকিং রেজিস্ট্রেশন সম্পর্কে বিস্তারিত। আশা করি, আগের আর্টিকেলগুলোর মতো এটাও আপনাদের উপকারে আসবে। কেউ কোনোকিছু না বুঝলে কিংবা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর্টিকেলটি ভালো লাগলে পরিচিত বন্ধু-বান্ধবদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন: