Skip to content
Home » ইজোয়িক পেমেন্ট টার্মস নতুন আপডেট!

ইজোয়িক পেমেন্ট টার্মস নতুন আপডেট!

ইজোয়িক পেমেন্ট টার্মস নতুন আপডেট!

অনেকেই আমাদের মতো নিজেদের ব্লগসাইটকে মনিটাইজ করার জন্য ইজোয়িক প্ল্যাটফরম ব্যবহার করে থাকেন। যেমন: আমাদের এই টেকউইকি সাইটটি দীর্ঘদিন ধরে ইজোয়িক দ্বারা মনিটাইজ করা। এছাড়াও আমাদের অন্যান্য সাইটে প্রায় ২ বছর ধরে ইজোয়িক ব্যবহার করি। তো, ব্লগারদের কাছে গুগল অ্যাডসেন্সের পর, সবচেয়ে পপুলার মনিটাইজেশন প্ল্যাটফরম হলো এই ইজোয়িক। টেকউইকির আজকের পোস্টে আমরা— নতুন আপডেট হওয়া ইজোয়িক পেমেন্ট টার্মস সম্পর্কে জানবো! যারা ইজোয়িক ব্যবহার করেন, তাদের জন্য কোনটা ভালো হবে সেটাও আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক।

ইজোয়িক পেমেন্ট টার্মস

পেমেন্ট টার্মস কী?

পেমেন্ট টার্মস হলো, ইজোয়িক থেকে আয় করা ব্লগার কিংবা পাব্লিশারদের ইজোয়িক যে নিয়ম বা পদ্ধতি মেনে টাকা পাঠায় সেটা। অর্থাৎ মাসের কয় তারিখ বা কবে টাকা পাঠাবে, মিনিমাম উইড্রাল কত, ইনকাম হওয়ার পর কতদিন পর টাকা পাঠাবে এসব। আগে ইজোয়িকে এক ধরনের পেমেন্ট টার্মস থাকলেও, বর্তমানে ৩ ধরনের পেমেন্ট টার্মস আপডেট হয়েছে ইজোয়িকে। এই পোস্টে আমরা সবগুলো সম্পর্কেই জানব।

⏩ আরও পড়ুন: ইউটিউব মনিটাইজেশন ছাড়া আয় করার কয়েকটি উপায়!

ইজোয়িকের পুরোনো পেমেন্ট টার্মস 

নেট৩০: 

ইজোয়িকে এতদিন গুগল অ্যাডসেন্সসহ অন্যান্য অনেক সাইটের মতো নেট৩০ পেমেন্ট সিস্টেম চালু ছিল (এটা এখনো আছে)। এর মানে হলো, আপনি যে মাসে টাকা ইনকাম করবেন, তার ১ মাস / ৩০ দিন পর পেমেন্ট করা হবে আপনার আর্নিং। অবশ্য গুগল অ্যাডেসেন্সের টাকা ব্যাংক ভেদে ২১-২৭ দিনের মধ্যে চলে আসে। কিন্তু ইজোয়িকে আসে ৩০ দিনের পর। অর্থাৎ, ধরুন ইজোয়িক আপনার একটা সাইট অ্যাপ্রুভ আছে, সেই সাইটে আপনি এই ফেব্রুয়ারি মাসে ১০০ ডলার ইনকাম করলেন, সেই টাকা আপনি পাবেন এন্ডিং মাসের [ফেব্রুয়ারির শেষ হওয়ার] ১ মাস পর, অর্থাৎ মার্চ শেষে এপ্রিলের ১-৫ তারিখের মধ্যে আপনি পেমেন্ট পাবেন। গুগল অ্যাডসেন্স ফেব্রুয়ারির ইনকাম মার্চের ২১-২৭ তারিখ পেমেন্ট করে। ইজোয়িক পেমেন্ট করবে গুগলের প্রায় ১ সপ্তাহ পর। আরেকটা বিষয়, পেমেন্ট পাওয়ার জন্য অবশ্যই মিনিমাম উইড্রাল থ্রিসল্ড ফিলাপ হতে হবে। অন্যথায় পাবেন না।

⏩ আরও পড়ুন: ইউটিউব শর্টস থেকে আয় করার উপায়!

ইজোয়িকের নতুন পেমেন্ট টার্মস 

নেট৬০:

নেট৬০ মানে হলো, আর্নিং মাসের ২ মাস অথবা ৬০ দিন পর আপনাকে পেমেন্ট করা হবে। মানে হলো, আপনি যদি ফেব্রুয়ারি মাসে ইজোয়িক থেকে ইনকাম করেন, সেই টাকা পাবেন, মার্চ-এপ্রিল শেষে মে মাসের ১-৫ তারিখ। এখন এই যে আপনি দেরি করে, ১ মাসের জায়গায় ২ মাস পরে পেমেন্ট নেবেন, এতে লাভ কী? হুদাই কেন দেরি করে পেমেন্ট নেবেন? ওকে, এটা হুদাই করবেন না! দেরি করে পেমেন্ট নিলে আপনার লাভ আছে। নেট৬০ পেমেন্ট নিলে, আপনার আর্নিংয়ের ওপর ১.৫% করে বোনাস আছে। আরও সহজ করে বুঝিয়ে বললে, আপনি যদি ফেব্রুয়ারি মাসে ইজোয়িকে ১০০ ডলার ইনকাম করেন, এবং নেট৬০ পেমেন্ট নেন, তাহলে আপনি মে মাসের ১-৫ তারিখের মধ্যে ১.৫% বোনাসসহ মোট ১০১.৫ ডলার পাবেন। এই ১.৫% বোনাস হলো, আপনার ওই নির্দিষ্ট মাসের আর্নিংয়ের ওপর। তো, কম অ্যামাউন্ট উইড্র করার চেয়ে বোনাসসহ দেরিতে উইড্র করা আমাদের মতে বেটার।

⏩ যাদের সাইটে ইজোয়িক নেই, সাইন আপ করুন: Increase Ad Revenue 50-250% With Ezoic

নেট৯০:

নেট৯০ মানে হলো, আর্নিং মাসের ৩ মাস অথবা ৯০ দিন পরে আপনাকে পেমেন্ট করা হবে। অর্থাৎ, আপনি ফেব্রুয়ারি মাসে ইজোয়িক থেকে যে টাকা ইনকাম করবেন, সেই টাকা পাবেন, মার্চ-এপ্রিল-মে মাস শেষে জুন মাসের ১-৫ তারিখ। এখন আপনি যে এত দেরি করে পেমেন্ট নেবেন, নেট৬০ সিস্টেমের মতো এতেও আপনার লাভ আছে। সেই লাভ নেট৬০ থেকেও বেশি! নেট৯০ পেমেন্ট নিলে, আপনার আর্নিংয়ের ওপর ২.২৫% করে বোনাস পাবেন। আরও সহজ করে বুঝিয়ে বললে, আপনি যদি ফেব্রুয়ারি মাসে ইজোয়িক থেকে ১০০ ডলার ইনকাম করেন, এবং নেট৯০ পেমেন্ট নেন, তাহলে আপনি জুন মাসের ১-৫ তারিখের মধ্যে ২.২৫% বোনাসসহ মোট ১০২.২৫ ডলার পাবেন। এই ২.২৫% বোনাস হলো, আপনার ওই নির্দিষ্ট মাসের আর্নিংয়ের ওপর। তো, কম অ্যামাউন্ট উইড্র করার চেয়ে নেট৯০ সিস্টেমে হাই বোনাসসহ দেরিতে উইড্র করা সবচেয়ে বেটার।

⏩ আরও পড়ুন: ফেসবুক রিলস থেকে ইনকাম করার উপায়!

এখানে একটা বিষয় আপনাদের বুঝতে হবে, নেট৬০, নেট৯০ সিস্টেমে পেমেন্ট নিলে, আপনাকে ২ মাস অথবা ৩ মাস অপেক্ষা করতে হবে শুধু মাত্র ১ম মাসের পেমেন্ট কিংবা ১ম পেমেন্টের ক্ষেত্রে। আপনি যদি প্রতি মাসেই মিনিমাম উইড্রাল থ্রিসল্ড কমপ্লিট করে ফেলতে পারেন, তাহলে ২য় মাস হতে কিংবা ২য় পেমেন্টে হতে প্রতিমাসেই রেগুলার পেমেন্ট পেতে থাকবেন। অর্থাৎ, মে / জুন মাসে আপনি ফেব্রুয়ারির পেমেন্ট পেলে, জুন / জুলাই মাসে পাবেন মার্চের পেমেন্ট। এরপর জুলাই / আগস্টে পাবেন এপ্রিলের পেমেন্ট। তাই নেট৬০ / নেট৯০ ইউজ করাই আসলে লাভজনক। এখন প্রতিমাসে পেমেন্ট নিতে হলে তো আপনাকে মিনিমাম উইড্রাল থ্রিসল্ড ফিলাপ করতে হবে। এবার আমরা উইড্রাল থ্রিসল্ড সম্পর্কে জানব।

ইজোয়িক মিনিমাম উইড্রাল থ্রিসল্ড  

মিনিমাম উইড্রাল থ্রিসল্ড মানে হলো, পেমেন্ট পাওয়ার জন্য আপনাকে মাসে মিনিমাম যে অ্যামাউন্ট আয় করতে হবে, ওই পরিমাণ ইনকাম হলেই আপনি পেমেন্ট উইড্র দিতে পারবেন, অন্যথায় পারবেন না। গুগল অ্যাডসেন্সের মিনিমাম উইড্রাল থ্রিসল্ড ১০০ ডলার। একারণে অনেকে গুগল অ্যাডসেন্স থেকে প্রতিমাসে উইড্র দিয়ে টাকা নিতে পারে না। এদিক থেকে গুগল অ্যাডসেন্সের তুলনায় ইজোয়িক বেটার। কারণ, ইজোয়িকের মিনিমাম উইড্রাল থ্রিসল্ড হলো মাত্র ২০ ডলার। ইজোয়িকে আপনার মাসিক আর্নিং মাত্র ২০ ডলার হলেই উইড্র করে পেমেন্ট নিতে পারবেন। তবে, আমাদের পরামর্শ হলো খুব বেশি জরুরি প্রয়োজন না হলে এত কম অ্যামাউন্ট উইড্র না দেওয়ায় বেটার। কারণ, ইজোয়িক থেকে বাংলাদেশে পেমেন্ট নেওয়ার একমাত্র উপায় হলো পেওনিয়ার, আর পেওনিয়ারে ইজোয়িকের ট্রাঞ্জেকশনে ৩ ডলার করে ফ্ল্যাট ফি কাটে। এখন আমি ২০ ডলার উইড্র নিলেও ৩ ডলার কাটবে, ১০০-৫০০ ডলার উইড্র দিলেও ৩ ডলার কাটবে। তাই এই ফি রিকভার করতে, আপনার বড়ো অ্যামাউন্ট [অন্তত ৫০ ডলার] মিনিমাম উইড্রাল থ্রিসল্ড হিসেবে সেট করা উচিত, আর নেট৬০ অথবা নেট৯০ পেমেন্ট নেওয়াটাই সবচেয়ে ভালো বুদ্ধি।

⏩ আরও পড়ুন: অনলাইন থেকে আয় করার সেরা ৫টি উপায়!

**********

প্রিয় পাঠক, এই ছিল— ইজোয়িক পেমেন্ট টার্মস এর নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত! আশা করি সবাই ভালোমতো বুঝতে পেরেছেন। কেউ কোনো কিছু না বুঝলে কিংবা কারও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আমরা উত্তরের মাধ্যমে সমাধান দেবো। আর্টিকেলটি ভালো লাগলে, পরিচিতজনদের সাথে শেয়ার করুন! এ ধরনের আরও নতুন নতুন আর্টিকেল পেতে টেকউইকিতে চোখ রাখুন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন:

মন্তব্য করুন: